স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডে হামলা চালিয়ে ৪টি গাড়ি ও শ্রমিকদের অফিস ভাংচুর করেছে একদল যুবক। এর প্রতিবাদে অটোরিক্সা চালকরা বাবনা-কামালবাজার সড়ক প্রায় দেড়ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে। পরে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টুর মধ্যস্থতায় অটোরিক্সা চালকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। গতকাল রবিবার দুপুর ২টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
কামালবাজার সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের সভাপতি শিপন আহমদ ও সাধারণ সম্পাদক সাদেক মিয়া জানান, ইকবাল, জয়নাল, বেলাল ও জামাল দুটি মোটর সাইকেলে দেশীয় অস্ত্র নিয়ে হঠাৎ করে অটোরিক্সা শ্রমিকদের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় তারা ৪টি অটোরিক্সাও ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
শিপন আহমদ জানান, হামলা ও ভাংচুরের ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল শ্রমিকদের পক্ষ থেকে দেয়া লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন- হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।