২৩ ঘাতকের বিরুদ্ধে হত্যা মামলা, আটক ৩ ছাত্রদল নেতা কারাগারে

109

স্টাফ রিপোর্টার :
মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে রাজুর চাচা দবির আলী বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৩ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব।
এদিকে হত্যার অভিযোগে রবিবার জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি লিটন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না ও বর্তমান জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (পদত্যাগকারী) মো. আনোয়ার রাজুকে পুলিশ আটক করে। থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর পুলিশ গতকাল সোমবার সিলেটের মুখ্য হাকিম আদালতে তাদের হাজির করে। পরে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদী দবির আলী জানিয়েছেন, মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীকে। এছাড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারও মামলার আসামি।
অপরদিকে, গতকাল সোমবার ছাত্রনেতা ফয়জুল হক রাজুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল। মিরাবাজার থেকে মিছিলটি বের হয়ে কোর্ট পয়েন্ট এলাকায় সমাবেশ করে। সিলেট এম সি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বদরুল আজাদ রানার সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক কর্মসূচি প্রণয়ন পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইমরানুল ইসলাম জাসিম এবং এম সি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসাইন যৌথভাবে সমাবেশ পরিচালনা করেন। সমাবেশে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের দ্বারা জেলা ও মহানগর ছাত্রদলের গঠিত নতুন কমিটি বাতিলের দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সোহেল, জেলা ছাত্রদলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমদ, মহানগর ছাত্রদলের সদস্য শাহাদত খান, মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ঝলক আচার্য্য, নুরুল ইসলাম রুহুল, তোফায়েল আহমদ তুহিন, আলাল আহমদ, আব্দুল মুকিত মুকুল, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ভূলন কান্তি তালুকদার, এ ইউ রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ স্কুল বিষয়ক সম্পাদক ফাহিম আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর কুমারপাড়া এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুসহ ৩ ছাত্রদল নেতার ওপর হামলা চালায় নিজ দলেরই প্রতিপক্ষ ক্যাডাররা। হামলায় নিহত হন রাজু।