ফেঞ্চুগঞ্জ সার কারখানায় ৫ মাস ধরে উৎপাদন বন্ধ

64

স্টাফ রিপোর্টার :
দেশের প্রথম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলেটের ফেঞ্চুগঞ্জ সার কারখানা ৫ মাস ধরে বন্ধ রয়েছে। ৫৩ বছরের পুরনো এ কারখানাটি বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর এক সময়ের মাদার ইন্ড্রাস্ট্রি বলে খ্যাত ছিল। চলতি বছরের ৩০ জুলাই কারখানাটির একটি ট্রান্সফরমার বিকল হওয়ার পর থেকেই এটি বন্ধ থাকে।
১২ ডিসেম্বর শিল্প সচিব মোশাররফ হোসেন ও বিসিআইসি চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের ফেঞ্চুগঞ্জ সার কারখানা সফরের মধ্য দিয়ে বন্ধের বিষয়ে স্পষ্ট ধারণা পান ওই কারখানার পাঁচ শতাধিক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা। এ সফরে তারা বন্ধের ইঙ্গিতও দেন। যদিও সরকারের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
জানা গেছে, ফেঞ্চুগঞ্জ সার কারখানা ১৯৬১ সালের ১৩ ডিসেম্বর যাত্রা শুরু করে। তৎকালীন পূর্ব পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক জাপানের মেসার্স কোবে স্টিল লিমিটেড প্রায় ৫২ একর জায়গার উপর এ কারখানাটি নির্মাণ করেছিল। দীর্ঘ পথ পরিক্রমায় ফেঞ্চুগঞ্জ সার কারখানা নিরবচ্ছিন্ন উৎপাদন দিয়ে আসছিল। সংস্কারের মাধ্যমে চরম জীর্ণ দশায়ও কারখানাটি এতদিন চালু রাখা হয়েছিল। এটির পাশে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি নামে আরেকটি অত্যাধুনিক সার কারখানার নির্মাণ কাজ শুরু হয় ২০১২ সালে। ৩৮ মাস সময় ধরে চীনের মেসার্স কমপ্লান্ট নতুন এ কারখানাটির নির্মাণ কাজ করছে। আগামী বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারখানার উদ্বোধন করার লক্ষ্যে এটির কাজ দ্রুত গতিতে কাজ চলছে। ইতোমধ্যে শাহজালাল সার কারখানার কাজ প্রায় ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
ফেঞ্চুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপক ইস্কান্দার আলী জানান, শাহজালাল সার কারখানার কাজ প্রায় শেষ পর্যায়ে। পুরনো কারখানাটি চালুর সম্ভাবনা সংঘত কারণেই ক্ষীণ হয়ে আসছে। পুরনো সার কারখানার লোকজনকে শাহজালাল সার কারখানায় নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে তিনি জানান।