খেলাধূলা যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে – জেলা প্রশাসক

43

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেছেন খেলাধূলা যুবসমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে তুলে ধরতে হলে ভাল মানের খেলোয়াড় হতে হবে। তাই খেলোয়াড়দের নিয়মিত খেলাধূলার প্রতি মনোযোগী হতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট‘র শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি‘র বক্তবে এসব কথা বলেন।  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম‘র সভাপতিত্বে ও গোয়াইনঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ফজলুল হক‘র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, বিসিবি‘র পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহআলম স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ ইব্রাহিম, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক এমএ মতিন, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউ/পি চেয়ারম্যান লুৎফুল হক খোকন, আবুল কাশেম, মামুনুর রশিদ শাহিন গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ প্রমুখ।
ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় নন্দীরগাঁও ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে খাসিয়া ইউনাইটেড ফুটবল একাদশ জয়লাভ করেন।