সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২১ সনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ এমাদুল হক এডভোকেট, সহকারী নির্বাচন কমিশনার মোঃ লিয়াকত আলী এডভোকেট ও জয়জিত আচার্য্য এডভোকেট এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা সমিতির ২ নং হলের ২য় তলায় লাইব্রেরী কক্ষে এবং ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারী দুপুর ২টা পর্যন্ত নমিনেশন ফরম জমা দানের শেষ সময় ধার্য করা হয়েছে এবং ঐদিন বেলা আড়াইটায় যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারী দুপুর ২টা পর্যন্ত নমিনেশন ফরম প্রত্যাহার করা যাবে। ৭ জানুয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। স্বাস্থ্যবিধি মেনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিলেট জেলা আইনজীবী সমিতির সকল বিজ্ঞ সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি