কানাইঘাট থেকে সংবাদদাতা :
আসন্ন জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাফিজ আহমদ মজুমদার, ঐক্য ফ্রন্টের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, জাতীয় পার্টি সমর্থিত সেলিম উদ্দিন এমপির সমর্থনে কানাইঘাটের বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ অব্যহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার নৌকা মার্কার প্রার্থী হাফিজ আহমদ মজুমদারের কানাইঘাট বাজারের প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন ও চতুল ঈদগাহ বাজারে অফিস উদ্বোধন সহ উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নৌকা মার্কা সমর্থনে ব্যাপক গণসংযোগ করেন। তারা দেশের উন্নয়নের দ্বারা অব্যহত রাখতে হাফিজ আহমদ মজুমদারকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। অপরদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের ধানের শীষ প্রতীকের সমর্থনে কানাইঘাট মন্তাজগঞ্জ বাজার, গাছবাড়ি বাজার, বুধবারি বাজার, ওমরগঞ্জ বাজারে নির্বাচনী অফিস উদ্ভোধনের পাশাপাশি বিভিন্ন স্থানে বিএনপি, জামাত, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিসের ২৩দলীয় জোটের জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা গণসংযোগ করে ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তারা দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। জাতীয়পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ¦ সেলিম উদ্দিন কানাইঘাট বাজার, চতুল বাজার, সুরইঘাট বাজার, ভবানীগঞ্জ বাজার, সড়কের বাজার, বীরদল বাজার সহ বিভিন্ন স্থানে জাপার নেতাকর্র্মীদের সাথে নিয়ে কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের দ্বারাবাহিকতা বজায় রাখতে লাঙ্গল মার্কার সমর্থনে সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন বাজারে লাঙ্গলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। সতন্ত্র প্রার্থী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরী সিংহ মার্কার সমর্থনে উপজেলার বিভিন্ন স্থানে তার সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। এছাড়া নৌকা, ধানের শীষ, লাঙ্গল, হাতপাখা, সিংহ মার্কার সমর্থনে উপজেলা জুড়ে শান্তিপূর্ণ ভাবে ব্যাপক মাইকিং চলছে। এখন পর্যন্ত কানাইঘাটে নির্বাচনী পরিবেশ শান্ত রয়েছে। তবে গত বুধবার রাতে উপজেলার বড়বন্দ বাজার থেকে লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপি যুবদলের সাংগঠনিক সম্পাদক আলম উদ্দিনকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করে থানায় দায়েরকৃত পুরনো একটি নাশকতা মামলার আসামি দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে কোন মামলা না থাকার পরও পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। ঐক্যফ্রন্টের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক নেতাকর্মীদের হয়রানি বন্ধ করার জন্য দাবী জানিয়েছেন।