সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্তিযোদ্ধার সন্তানদেরকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সরকার এদেশে বারবার ক্ষমতায় এসে দেশে হত্যা খুন রাহাজানীসহ পরিকল্পিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ দেশকে পেছনে ফেলে দিয়েছিল। এচক্রটি শুধু জাতির জনককে স্বপরিবারে খুন করেই ক্ষান্ত থাকেনি। তারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাতের গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের মুক্তিকামী মানুষ আর কখনও স্বাধীনতার চেতনা বিরোধী সরকারকে ক্ষমতায় দেখতে চায়না।
সোমবার দুপুরে জাতির জনকের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আয়োজক সংগঠনের জেলা সভাপতি সাংবাদিক আল-হেলালের সভাপতিত্বে ও সদর থানা শাখার সভাপতি কাজী জসিম কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম,আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান,বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়্যুম, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের জেলা শাখার সাধারণ সম্পাদক ছাদিয়া বখত সুরভী, সাংগঠনিক সম্পাদক আশকর আলী, বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি এম.ডি স্বপন মিয়া, সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি নেছার আহমদ শফিক, সুলতান মিয়া, দোয়ারাবাজার উপজেলার প্রতিনিধি জিতেন্দ্র দাস, মালারানী দাস, সুরমা ইউনিয়ন প্রতিনিধি আব্দুল মালেক, রঙ্গারচর ইউনিয়ন প্রতিনিধি সমুজ আলী,হাবিবুর রহমান হাবু,জালাল উদ্দিন,বাউল আব্দুল কাইয়্যুম,মুক্তিযোদ্ধার সন্তান আছমা খাতুন,সালমা জাহান,লায়লা নুর,মো: এনামুল হক,আব্দুল বারিক,জাহাঙ্গীর আলম,শিক্ষার্থী তামান্না আক্তার ও মাফরোজা সিদ্দিকা বুশরাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধার সন্তানেরা।