মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্র কোর্ট রোড এর চৌমুহনায় হাদার্দ এর আরও একটি চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র গতকাল উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ শফিক উদ্দিন আহমদ, প্রাক্তন উপ-পরিচালক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষ অতিথি ছিলেন নেছার আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, মৌলভীবাজার জেলা, মোঃ নজরুল ইসলাম মুহিব মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক ইত্তেফাক, সভাপতিত্ব করিয়াছেন মোঃ জাফর ছাদেক বিভাগীয় ম্যানেজার হামদর্দ চট্টগ্রাম ও সিলেট বিভাগ। এছাড়া ও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল ম্যানেজার হাকীম মোঃ শামছুল আলম, জোনাল ম্যানেজার নাসির উদ্দিন মজুমদার ও মহি উদ্দিন, এরিয়া ম্যানেজার শাহ আলম খান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, হামদর্দ ১০৯ বছর যাবৎ এই উপমহাদেশে প্রাচ্য চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের লক্ষ্যে গুণগত মান সম্পন্ন ঔষধ উৎপাদন ও বাজারজাত করা সহ চিকিৎসা, শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতি বিকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে হামদার্দ এর বাংলাদেশে প্রায় ৩০০টি চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে গণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের লক্ষ্যে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত্র ১০টা পর্যন্ত মহিলা ও পুরুষ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করিতেছেন। প্রতিটি চিকিৎসা কেন্দ্রে প্রত্যেক মাসের ২য় শুক্রবার গরিব, অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি