শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার চর্চা করতে হবে -অতিরিক্ত পুলিশ কমিশনার

51

সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার রুকন উদ্দিন বলেছেন, সুস্থ শরীর গঠনের পাশাপাশি খেলাধূলা মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার চর্চা করতে হবে। যদি মন ভালো না থাকে তাহলে পড়াশুনা করা সম্ভব হবে না। খেলাধূলা মানুষের শারীরিক মানসিক বিকাশে সহায়তা করে। খেলাধূলা যুবসমাজকে মাদকাসক্ত থেকে বিরত রাখে।  তিনি গত শুক্রবার রাত ১০টায় দক্ষিণ সুরমার তেতলি ইউপির ধরাধরপুর প্রথম রিপন আহমদ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনেল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন। আব্দুর রহমান, রাজু আহমদ ও রুবেল আহমদ জয়ের উদ্যোগে উক্ত ফাইনেল খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ আহমদ রিপনের সভাপতিত্বে ও সিলেট জেলা ধারাভাষ্যকার সমিতির সহ-সভাপতি আব্দুল আহাদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ, দিবারাত্রী সি.এন.জির অরগ্রেনাইজেসন সেক্রেটারী হুমায়ুন আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি তপন চন্দ্র পাল, কামরান হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ সার্জন আবু বকর শাওন, কামাল উদ্দিন রাসেল।
খেলায় চ্যাম্পিয়নশীপ অর্জন করে রুমন জুটি ও রার্নাসঅপ হয় জিল্লুর জুটি। বিজ্ঞপ্তি