অলক করকে যে বা যারা নির্যাতন করে নির্মম ভাবে হত্যা করছে তাদেরকে অবিলম্বে পুলিশ গ্রেফতার করে আইনে কাঠগড়ায় দার করিয়ে এবং হত্যাকারীদের ফাঁসি চাই এর দাবিতে মোহনা সমাজ কল্যাণ সংস্থা উদ্যোগে নগরীর গাঠানটুলা পয়েন্টে গতকাল শনিবার বেলা ১২টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন নগরীর পাঠানটুলা এলাকার করের পাড়াস্থ সৎসঙ্গ পল্ল¬ী নিবাসী ননী গোপাল করের পুত্র আলক কর গত ২৫ নভেম্বর নিখোঁজ হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে তার পরিবারের পক্ষ থেকে ২৬ নভেম্বর জালালাবাদ থানায় জিডি এন্ট্রি করা হয়। পরে ৩০ নভেম্বর রবিবার সকালে পশ্চিম জাফলং ইউপির আহারকান্দি এলাকার পূর্ণগ্রামে হাওরে লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখেন। লাশ উদ্ধারের খবর শুনে অলকের পরিবারের লোকজন ওসমানী হাসপাতাল মর্গে ছুটে যান এবং লাশটি অলকের বলে শনাক্ত করেন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন আগামী ৭২ ঘণ্টার মধ্যে অলক করের হত্যাকারীদেরকে পুলিশ খুঁজে গ্রেফতার করতে হবে তা না হলে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ও বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, ৮নং ওয়ার্ড কাউন্সলর মো: ইলিয়াছুর রহমান (ইলিয়াছ), ৭, ৮ ও ৯নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সুদীপ দে, মোহনা সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক মাসুম আহমদ, দেব জ্যোতি মজুমদার রতন, রিপন এষ চৌধুরী, সাহেদ, দারা মিয়া, হারুন মিয়া, গোলজার আহমদ ও সোলতান আলী মনসুর প্রমুখ। বিজ্ঞপ্তি