মেশকাতুন নাহার

8

জ্ঞানের অধ্যায় :

শিক্ষা হলো আচরণের উন্নয়ন
জ্ঞান বিকাশের মাধ্যম,
চিন্তাশক্তির উদ্ভাবন ঘটে
ব্যক্তির বাড়ে সংযম।

পরিবার হতে শিক্ষার সূচনা
বাবা মায়ের সান্নিধ্যে,
পরিপূর্ণতা লাভ করে যে
শিক্ষালয়ের সীমা মধ্যে।

শিক্ষা হলো সভ্যতার ধারক
উৎকর্ষ সাধনের দীপ্তি,
দেশ ও জাতির মেরুদ-
সুনাগরিকের স্থপতি।

কর্মমুখী শিক্ষা প্রয়োজন
জীবিকা নির্বাহের ক্ষেত্রে,
জীবনে সফলতা আসতে পারে
কারিগরি দক্ষতা সূত্রে।

সামাজিক শিক্ষার তাৎপর্য অনেক
সৃজনশীলতার চাষে,
সৌহার্দ্য ভাব পারষ্পরিক সম্পর্ক
বিরাজ করে চারপাশে।

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
শিক্ষার নেই তো শেষ,
জীবনযাত্রার জ্ঞান অভিজ্ঞতা
ভবিষ্যৎ গড়ে বেশ।

মানব ব্যক্তিত্বের শোভা বর্ধনে
বিদ্যা সর্বোত্তম উপায়,
শিক্ষা বিহীন অসম্পূর্ণ থাকে
মনুষ্যত্ব অর্জনের অধ্যায়।