দীর্ঘদিনের চেষ্টার ফলে একটি জাতি বিজ্ঞানমনষ্ক ও যুক্তিবাদী সমাজ গঠনের সফল হয়। আর একটি বিজ্ঞানমনষ্ক জাতিই পারে উন্নতির চরম শিখরে পৌঁছাতে। ধর্মান্ধতা, জঙ্গিবাদ মুক্ত সমাজ গঠনের জন্য যুক্তিবাদী হওয়ার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হতে হবে। কয়েক বছর ধরে বিজ্ঞান বিতর্ক উৎসব বিজ্ঞানমনষ্ক সমাজ গঠনে যে ভূমিকা রাখছে, তা খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০১৯ এর সিলেট জেলা পর্বের সমাপণী ও পুরষ্কার বিতরণীতে বক্তারা একথা বলেন।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে বিজ্ঞানের পথে থাকতে হবে। কুসংস্কারমুক্ত আগামী প্রজন্ম গড়ে তুলতে পারলে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণ সম্ভব। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে দিনভর সিলেট জেলা পর্যায়ের বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকদের উপস্থাপনায় বিতর্ক উৎসব প্রাণবন্ত হয়ে উঠে। যুক্তির লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ফাইনালে তারা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
চ্যাম্পিয়ন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দলনেতা মো. মিনহাজ আহমেদ চৌধুরী ফাইনালের শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেন। এই দলের অপর দুই বিতার্কিক হলেন- মো. আবিদ হাসান ও মাহমুদুল আমীন সাকিব। অন্যদিকে রানার্সআপ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিতার্কিক ছিলেন, তাপসী আনিকা ইসলাম, অন্বেষা দাশ শর্মি ও তাসতীফ ইসলাম সামী। বিতর্ক উৎসবে বিচারক ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিম-লীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাহজালাল ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি জান্নাতুল তাজরীন ও সাবেক সাধারণ সম্পাদক রাইতাহ্ বিন্তে আহ্সান।
যুক্তিতর্কের লড়াই শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ। সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সুহৃদ সমাবেশ সিলেট জেলা শাখার সভাপতি সুব্রত বসু। এই পর্বে অংশগ্রহণকালী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক মোহাম্মদ খলীলুর রহমান। সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক সজিব চৌধুরীর সঞ্চালনায় বক্তৃতা করেন সমকাল সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও ফয়সল আহমদ বাবলু। বিজ্ঞপ্তি