কমলগঞ্জে আওয়ামীলীগ’র ২ নেতা গ্রেফতার

44

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ দুই আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করেছে। তারা বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘ ধরে উভয়ই পলাতক ছিল। গত সোমবার দিবাগত রাতে মুন্সিবাজার ও আদমপুর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুুলিশ জানায়, এন.আই.এ্যাক্ট মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরণ গ্রামের রামকৃষ্ণ মল্লিক (৪২) ও  একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যানপুত্র যুবলীগ নেতা খালেদ মিয়া (২৬) নামে দুই কর্মীকে সোমবার দিবাগত রাতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক লিটন চন্দ্র পাল, আনোয়ার হোসেন নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। আটককৃত ৪ আসামীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।