দিরাই টু সিস্টার হোটেল অসামাজিকতার দায়ে দু’জন আটক

102

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দিরাই টু সিস্টার আবাসিক হোটেল থেকে এক খদ্দেরসহ এক নারীকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে থানা পুলিশ। জানা যায়, গত শনিবার বেলা ৫টায় সুনামগঞ্জের দিরাই কলেজরোডস্থ বাস ষ্টেশন সংলগ্ন টু সিস্টার আবাসিক হোটেল থেকে ঝালকাটি জেলার প্রেমহাট গ্রামের মৃত আব্দুল খালেকের মেয়ে মনি আক্তার ইতিকে (১৯) নিয়ে দিরাই পৌরসভার আনোয়ারপুর উত্তরহাটির আব্দুল মজিদ ওরফে গোজা মজিদের ছেলে মোঃ জয় মিয়া (২৪) শ্যামারচরের লাইনপাড়ার জাহাঙ্গীরের বাড়িতে নিয়ে সারাদিন ফূর্তি আমোদ করে বিকেলে পৌরসভার সুজানগর গ্রামের দবির মিয়ার সহায়তায় দিরাই টু সিস্টার আবাসিক হোটেলে উঠে। পরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার সহকারি পুলিশ সুপার এফএম ফয়ছল, এসআই মোবারক ও এসআই প্রজিত দাসের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে হোটেলের ১৮নং কক্ষ থেকে ইতি ও জয়কে গ্রেফতার করে নিয়ে আসেন। এ সময় কক্ষ থেকে যৌন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদে জয় জানায়, ইতিকে বাগবাড়ির জালো মিয়ার ছেলে আলমগীর (২৪), রহমত মিয়ার ছেলে তনজব আলী (২৫), সুজানগরের হানিফ উদ্দিনের ছেলে মোশারফ (৩০), আনোয়ারপুর সংলগ্ন মাছের ফার্মের কেয়ারটেকারের ছেলে রাসেলসহ বেশ কয়েকজন শুক্রবার সারারাত ঐ মাছের ফার্মে রেখে অবৈধ কাজ করে সকালে আমার কাছে দিয়ে দেয়। ইতি জানায়, আমাকে সিলেটের আল আমিন নামের এক দালাল দিরাই নিয়ে আসে এবং মাছের ফার্মে নিয়ে উল্লেখিতরা সারারাত আমাকে নিয়ে আমোদ ফূর্তি করেছে। থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত জয় মিয়াকে এর আগেও মাতলামীর অভিযোগে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করলে তার পিতা টাকা পরিশোধ করে ছাড়িয়ে নেন।