অবিলম্বে ডাকসু, চাকসু, বাকসু সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে – মিজানুর রহমান

36

জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু বলেছেন, পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন ডাকসু, চাকসু, বাকসু সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে প্রমাণ করেছিলেন তিনি গণতন্ত্রের প্রবক্তা। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি যে, যারা ১৯৯০ সালের পর বার বার ক্ষমতায় এসেছেন এবং নিজেদের গণতন্ত্রের মানসকন্যা হিসেবে দাবি করেন তারা এ পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন দিতে পারে নাই। আমি অবিলম্বে ডাকসু, চাকসু, বাকসু সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দাবে করছি।
গতকাল সিলেট জেলা জাপার অস্থায়ী কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। ছাত্র নেতা মোঃ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং রাসেল আহমদ ও আল-আমীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহীদ লস্কর বশীর, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির হেলাল আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সাদিকুর রহমান তালুকদার, বিভাগীয় সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান ময়না, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মরতুজা আহমদ, ইকবাল হোসেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় ছাত্র সমাজের কালাম আহমদ, মান্না আহমদ, জাহাঙ্গীর আলম চৌঃ, হাসান আহমদ, জুবেল আহমদ, জায়েদ আহমদ, রাহুল আহমদ, সালমান আহমদ চৌধুরী, রুহুল আমীন, আজাদ আহমদ, ইমন আহমদ, সাকির আহমদ, জয়নাল, নোমান, সুফিয়ান, শাহেদ, আশফাক, আকরাম, মন্জুর আরিফ, শামসুর, আকরাম, ডালিম, বদরুল, কামাল, শাকির, সানি প্রমুখ। উক্ত সভা শেষে মোঃ বেলাল উদ্দিন আহবায়ক ও রাসেল আহমদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি