হত্যা মামলার রায়ে এক ভাইয়ের যাবজ্জীবন আরেক ভাইয়ের দুই বছরের কারাদন্ড

24

স্টাফ রিপোর্টার :
জালালাবাদ থানাধীন হাটখোলার চাঞ্চল্যকর শাহজাহান (৪০) হত্যা মামলার রায়ে এক ভাইকে যাবজ্জীবন ও ওপর ভাইকে দুই বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া, অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় একজনকে বেকসুর খালাস দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় এই রায় ঘোষণা করেন সিলেটের মহানগর দায়রা জজ মো: মফিজুর রহমান ভূঁইয়া ।
রায়ে মামলার ১ নম্বর আসামী আব্দুজ জহির বাদাইকে (২৯) ৩০২ ধারায় যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাস কারাদন্ড এবং ২০১ ধারায় আরো দুই বছরের কারাদন্ড, ৩ নম্বর আসামী বাদাইয়ের ভাই আব্দুল বারীকে (৩৫) দুই বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। আর খালাস পেয়েছেন ২ নম্বর আসামী জরিনা বেগম (৪৩) । রায় ঘোষণার সময় তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।
২০১৫ সালের ২০ মার্চ হাটখোলা গ্রামে জরিনা বেগমের বসত ঘরে খুন হন আতাউর রহমান শাহজাহান । পরদিন সকালবেলা স্থানীয় ঈদগাহের কাছে তার বস্তাবন্দী লাশ পাওয়া যায় । এ ঘটনায় শাহজাহানের ভাই কবির আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন । আদালতে ২০ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন । আদালত হত্যাকান্ডে জরিনা বেগমের সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাকে খালাস দিলেও ঘটনার পর প্রায় ৮ মাস তিনি জেল খাটেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন জালাল উদ্দিন এডভোকেট ও আসামী পক্ষে ছিলেন আব্দুল মুকিত অপি এডভোকেট।