কপাল

55

মিজানুর রহমান মিজান

আমি যা চাই
তা না পাই
যা পাই তা চাই না।
ভালো কাজে সফলতা
বুঝাইলে বুঝে না কথা
অবুঝ হলে অন্য কথা
ধৈর্য ধরতে পারি না।
আমি বন্ধু হারা কলংকীনি
তনুমন পোড়া জীবনখানি
ভাঙ্গা চালে ধরে না পানি
এ কি হল যাতনা ?
আমি নাকি কপাল পোড়া
ভাঙ্গা বাসন লয় না জোড়া
না বুঝার ভান করে থোড়া
জেনে শুনে দিলাম নাতো বেদনা।
কেমনে কাটাই দিবসযামী
ভাবনা শুধু সে হয় দামী
তুমি সবার অন্তর্যামী
মনের ব্যথা আছে জানা।