মাজার জিয়ারতের মধ্য দিয়ে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের যাত্রা শুরু

8

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃবৃন্দ হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিষদের সকল সদস্যরা মাজার জিয়ারত করেন। পরে মাজার প্রাঙ্গণে ভোটারদের কাছে গণসংযোগ করেন। এ সময় তারা বলেন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে যারা প্রার্থী হয়েছেন তারা সকলেই যোগ্য ও সিলেটের প্রকৃত ব্যবসায়ী। তারা নির্বাচিত হলে ব্যবসায়ীরা লাভবান হবেন। সেজন্য সর্বস্তরের ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে প্রকৃত নেতা নির্বাচনের মাধ্যমে সিলেট চেম্বারের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা প্রয়োজন।
মাজার জিয়াত ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন অর্ডিনারী পরিচালক প্রার্থী আবু তাহের মোহাম্মদ শোয়েব, মো. মামুন কিবরিয়া সুমন, এনামুল কুদ্দুছ চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, হুমায়ুুন আহমদ, ফারুক আহমদ, মো. নজরুল ইসলাম বাবুল, জুবায়ের রকিব চৌধুরী, আক্তার হোসেন খান, আব্দুল হাদী পাবেল, শহীদ আহমদ চৌধুরী ও মোহাম্মদ আব্দুল সালাম। বিজ্ঞপ্তি