ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে একটি বাসায় অগ্নিকান্ডে প্রায় দুক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তাজপুর এলাকার দুলিয়ারবন্দস্থ রাজিয়া বেগমের বাসা ‘মৌলভী ভবনে’ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, তাজপুর ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান নজমুল হোসেন দানা মিয়ার মালিকানাধীন রাজিয়া বেগমের তালারবদ্ধ বাসার দুইটি ইউনিটে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ওসমানীনগর তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে বাসায় রক্ষিত ফ্রিজ-টিভিসহ প্রায় দুলক্ষ টাকার মালামাল পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান।
তাজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রাজা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তালাবদ্ধ ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।