তোমরা হিংস্রদের চোখে দাবানল

87

মুহাম্মদ আবুল কালাম

তোমরা রক্ত দিয়েছ দিয়ে যাও
তোমাদের রক্ত তাদের ক্ষিপ্ত করে তুলছে
হায়েনার দলের বায়নার নেই কোন শেষ
তারপরও বিজয়ের পতাকা তুলে ধরছেই তোমার দেশ।

তারা লোভে পড়ে অন্ধ হয়ে
ক্ষমতার মহাশক্তির অহংকারে
তোমাদের পিছনে লেগে আছে
সত্য পরাজয়ের স্বাদ পেতে।

সত্যকে পরাজিত করে কেউ বীর হয় না
মিথ্যার রাজত্ব অসীম কাল টিকেনা
তারা বিজয় চোরের মতো মাথা নত
কখনো বা নগ্নতা।

তফাৎ তফাৎ তার সাহায্যকারী
তবুও তার পরাজয়ের গ্লানি
কখনো বা সাধারণের জুতোর হাতছানি
আবার ক্লান্ত হয়ে দেয় পরাজয়েরও বাণী।

তোমাদের আত্মঃবিশ্বাস তাদের দীর্ঘশ্বাস-
পরাজিত করে ছিনিয়েছও ধরায় তোমাদের জাত
তোমরা ধৈরজের আর্দশ নম্রতার প্রতীক
তোমরা হিংস্রদের চোখে দাবানল।

তোমরা নীতির নির্ধারক
আদর্শের মহান নায়ক
জীব মারার অস্ত্র ধবংসের
তোমরা মহান কারিগর।

তাদের থাকুক যত বুলেট বোমা
থাকুক বা ট্যাংক নগ্ন সাজে বিমান ও কষাই চোরা
তোমাদের রক্তে গড়া ঐ পতাকা তুলে ধরতে দেখে
রক্ত ঝরিয়ে হাসলওে তারা বিবেকের কাছে থাকে বোবা।

তোমাদের ঈমান ও ঐক্যবদ্ধতা জন্ম দিয়েছে পরমাণুর শক্তির দেশ
তাদের শত আক্রমণ কিবা পশুর মত করে তোমাদের নির্যাতন
কোন কিছুর ফল না পেয়ে মনে মনে পরাজয় মেনে নিয়ে
ছিটিয়ে যায় ছিঁড়িয়ে নিজেদের মাথার কেশ।

তারা বার বার আসবে তোমার মাটিতে বসত গড়তে
কিবা লুটে নিবে সোনা- গয়না, মুখের আহার
হয়তো কেড়ে নিতে চাইবে তাদের কুৎসতি মনে আমোদ দিতে ঘরে থাকা
তোমার তিলোত্তমার মতো স্ত্রী বা কন্যা সন্তান।

তাদরে এই নৃশংসতা ও ব্যভিচার
দেখে বিশ্ব মানবতার হৃদয়ে
জমেছে দয়ার হাহাকার
অথচ মানবাধকিার বা মালালা করিেন তার প্রতবিাদ।

যদিও পশ্চিমার পাওয়া সম্মান
তোমাদের শিশুর জন্যে করছে কিছু দান
এখানে যা দেখা গেলো উদারতা
এক মহিষীনি মালালার।

আছে আরও বহুজন বুঝলো তারা বিভাজন
অথচ তোমাদরে বেলায় এসে আজ
হারিয়েছে ন্যায়ের পক্ষে নেওয়া কণ্ঠস্বর
কারণ জুলুমদের মত নেই, তোমাদরে লুটের ধন।

তবুও তোমাদের পক্ষে বিশ্ব মানবতা
সর্মথন দিয়েছে তোমাদের স্বাধীনতা
তোমরা করবে বিশ্ব জয় ধরার বিশ্বাস
বিজয়ের পতাকা উড়িয়ে এগিয়ে যাও আফগানস্তিান।