কানাইঘাট-দরবস্ত সড়কের কাজ শীঘ্রই শুরু হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

54

কানাইঘাট থেকে সংবাদদাতা :
জনগুরুত্বপূর্ণ কানাইঘাট-দরবস্ত-শাহবাগ সড়কের জরাজীর্ণ ২৩ কিলোমিটার রাস্তা নতুন করে নির্মাণ করা হবে বলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। গত বুধবার সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওমীলীগের নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে বৈঠককালে সিলেটের রাস্তা-ঘাট গুলোর দৈন্যদশা তুলে ধরা হয় মন্ত্রীর নিকট। বৈঠকে উপস্থিত জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাঁতবাক ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ মন্ত্রী ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করে কানাইঘাট-দরবস্ত সড়কের বেহাল অবস্থার চিত্র তুলে ধরেন। মস্তাক আহমদ পলাশ এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনা করে গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের জন্য দাবী জানান। এসময় যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, কানাইঘাট-দরবস্ত সড়কটি নতুন করে নির্মাণ করার জন্য ইতিমধ্যে সার্ভে সম্পন্ন হয়েছে। সড়কটির শাহবাগ টু খেওয়াঘাট বাসস্ট্যান্ড অংশ পূর্বে জেলা পরিষদের অধীনে এবং সুরমা নদীর উপর নির্মিত মুশাহীদ সেতুর একপ্রোজ সড়কের উভয় পাশের ৪ কিলোমিটার রাস্তা এলজিইডির অধীনস্থ থাকায় জটিলতা সৃষ্টি হয়েছিল। যার কারণে সড়কটির উন্নয়নমূলক কর্মকান্ড ব্যহত হয়। ইতিমধ্যে এলজিইডির অধিনস্থ সড়কের অংশ সড়ক ও জনপথ বিভাগের আওতায় নিয়ে আশা হয়েছে। আগামী ২/১ মাসের মধ্যে সড়কটির ২৩ কিলোমিটার রাস্তা মাষ্টার প্লান তৈরি করে সম্পূর্ণ নতুন করে নির্মাণ করা হবে। জনদুর্ভোগ লাগবে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বৈঠকে উপস্থিত সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের নির্দেশ ও দিয়েছেন ওবায়দুল কাদের। অর্থ ছাড়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত যে, কানাইঘাট-দরবস্ত-সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে এবং পিছ উঠে গিয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন সিলেটের পূর্ব অঞ্চলের হাজার হাজার মানুষ।