শাবিতে শ্রমিকের লাশ উদ্ধার, দুই বছরে তিন শ্রমিকের মৃত্যু

19

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী। প্রক্টর জানান, নিহত শ্রমিকের নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি নগরীর বিমানবন্দর থানার লাখাউরা বড় বাড়ীর মৃত বারিক মিয়ার ছেলে। তিনি একজন ঠিকাদারের অধীনে শাবিতে উন্নয়ন কাজে নিযুক্ত ছিলেন।
তিনি আরও বলেন, নিহত শ্রমিক ফুডকোর্টের পাশে লেকের কাজ করছিল। সেখানে বিদ্যুতের লাইন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ভিসি স্যার নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করার নির্দেশ দিয়েছেন। এছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে প্রক্টর জানান।
উল্লেখ্য, গতবছরের জানুয়ারিতে এবং জুলাই মাসে পৃথক দুটি ভবন থেকে পড়ে দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই বছরের ব্যবধানে শাবিপ্রবিতে তিনজন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটলো।