অসহায়দের পাশে ভিক্টোরিয়া আজারেঙ্কা

17

স্পোর্টস ডেস্ক :
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ভাইরারে প্রাদুর্ভাবে বিশ্বই এখন জেরবার। কোরোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। ক্রমেই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এই সময়ে দুনিয়ার নিম্ন আয়ের কর্মহীন মানুষের জীবনযাত্রাতে লেগেছে ব্যাপক একটা ধাক্কা। তবে সরকারী-বেসরকারীভাবে সাহায্যের ব্যবস্থা করেছে বিভিন্ন দেশ। ব্যক্তিগত উদ্যোগেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকে। এবার এই তালিকায় যোগ হলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে আজারেঙ্কা লিখেছেন, ‘আমি ভিক্টোরিয়া আজারেঙ্কা। একজন পেশাদার টেনিস খেলোয়াড়। দক্ষিণ ফ্লোরিডায় বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি আমি। কিন্তু এই মুহূর্তে বিশ্বব্যাপী ভয়াবহভাবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব দেখে আমার হৃদয়টা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। এই ভাইরাসের প্রভাবে আমাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। তাই স্থানীয় এই সম্প্রদায়কে সাহায্য করতে চাই। সেজন্য আমার অটোগ্রাফ সংবলিত একজোড়া বুট নিলামে তুলতে চাই।’ ১১ এপ্রিল থেকে শুরু হওয়া এই নিলাম চলবে আগামী ২৫ এপ্রিল দুপুর ১টা ৫৯ মিনিট পর্যন্ত। বেলারুশ সুন্দরী সবাইকে দান করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যদিও এটা আমাদের যৌথ প্রচেষ্টা। তারপরও এর মাধ্যমে আমরা একটা শক্তিশালী মিয়ামি গড়ে তুলতে পারি।’
বয়সে ত্রিশকেও ছাড়িয়ে গেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। টেনিস কোর্টেও নেই তার আগের সেই ধার। ২০১২-১৩ মৌসুমে দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে এসেছিলেন বেলারুশ সুন্দরী। কিন্তু দুর্ভাগ্য তার। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। সন্তান জন্মের কারণে অনেকটা সময় টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়েন আজারেঙ্কা। কোর্টে ফেরার পরও পারিবারিক ঝামেলার মধ্যে দিয়ে সময় পার করেন অনেকটা। তবে বাধা-বিপত্তি অতিক্রম করেই গত মৌসুমে টেনিস কোর্টে ফিরেছিলেন তিনি। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাবেক নাম্বার ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা।
বেলারুশ তারকার জন্ম ১৯৮৯ সালে। ২০০৩ সালে ইসরাইলে অনুষ্ঠিত আইটিএফ জুনিয়র ট্যুরে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় আজারেঙ্কার। পরের বছর উইম্বলডনে বালিকা বিভাগের প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছলেও আনা ইভানোভিচের কাছে পরাজিত হয়ে বিদায় নেন তিনি। ম্যাক্স মির্নিকে সঙ্গে নিয়ে ২০০৭ সালের ইউএস ওপেনের মিশ্র দ্বৈতে শিরোপা লাভ করেন আজারেঙ্কা। পরের বছর বব ব্রায়ানকে সঙ্গী করে ফ্রেঞ্চ ওপেনের মিশ্র দ্বৈতেও সফলতা লাভ করেন তিনি। এরপর ২০১১ সালে লেখাপড়ার কারণে টেনিস ছেড়ে দেয়ার ঘোষণা দেন এই তারকা। তবে পরিবারের অনুপ্রেরণায় আবারও কোর্টে ফেরেন তিনি। আর ফিরেই চমকে দেন টেনিস দুনিয়াকে। প্রথম বেলারুশীয় হিসেবে পরপর দুবার অস্ট্রেলিয়ান ওপেনের এককে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। সেই সময়টাই ছিল তার ক্যারিয়ারের স্বর্ণালী সময়। কিন্তু সেই সময়টা বেশি দিন ধরে রাখতে পারেননি বেলারুশিয়ান। ইনজুরি, পারিবারিক ঝামেলা আর ফর্মহীনতার কারণে যেন হারিয়েই গেছেন টেনিস থেকে। তারপরও হাল ছাড়ছেন না আজারেঙ্কা। করোনাভাইরাসের পর নতুন পৃথিবীতেও নিজের সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন তিনি। তবে পারবেন কী স্বরূপে ফিরতে? অপেক্ষা এখন সেটাই দেখার। করোনাভাইরাসের কারণে আরও প্রায় চার মাস স্থগিত থাকবে সব ধরনের টেনিস টুর্নামেন্ট। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কোর্টে দেখা মিলবে টেনিস তারকাদের। সে পর্যন্ত ভক্ত-অনুরাগীদের অপেক্ষা ছাড়া কিছুই করার নেই।