সিকৃবি’র কর্মচারী পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত ॥ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কর্মচারীদের দাবী বিবেচনায় নেয়া হবে —— প্রফেসর ড. গোলাম শাহি আলম

47

DSC_3457সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম বলেছেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যালয়ের সকল কর্মচারীদের দাবী দাওয়া বিবেচনায় নেয়া হবে। যাতে কোন কর্মচারী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়। অত্র বিদ্যালয়ের সকল কার্যক্রম অগ্রগতির সফলতায় কর্মচারীদের ভূমিকা প্রশংসনীয়। ভবিষতেও সকল বিভাগের কর্মচারীবৃন্দদের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। গত ২৫ নভেম্বর মঙ্গলবার বিকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ এর ৬ষ্ঠতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী পরবর্তী বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা, কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মচারী পরিষদের সভাপতি মোঃ শাহ আলম সুরক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিকৃবি’র রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েব, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল বাসেত, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, প্রক্টর প্রফেসর মিঠু চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একেএম ফজলুর রহমান, পরিষদের সাধারণ সম্পাদক অরুন বাহাদুর লামা, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিরু, অর্থ সম্পাদক আবু সাঈদ শেখ প্রমুখ। সভা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি