জামালগঞ্জ থেকে সংবাদদাতা
জামালগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা সেজে টানা ১ বছর ভাতা পেয়েছেন এমন কি মুক্তিযোদ্ধা কোটায় ২ মেয়ের জন্য সরকারী চাকরীও বাগিয়ে নিয়েছেন এই মুক্তিযোদ্ধারা। কথিত ঐ মুক্তিযোদ্ধারা হলেন উপজেলার ফেনারবাঁক ইউইনয়নের ফেনারবাক গ্রামের মৃত আব্দুস ছাত্তার চৌধরীর ছেলে শাহাব উদ্দিন চৌধরী রব্বানী ও মৃত মহিম উদ্দিনের পুত্র নবাব মিয়া। তারা ২ জন দীর্ঘ দিন ধরে মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন জামালগঞ্জে। এমন কি নবাব মিয়ার দুই মেয়ে শাম্মী ও সৌরভী সহকারী শিক্ষিকার চাকরী করছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। সম্প্রতি একই গ্রামের মিজানুর রহমান চৌধরী মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অভিযোগ দিলে, অভিযোগটি জেলা প্রসাশকের নিকট দেওয়া হলে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তদন্তের জন্য প্রেরণ করেন। তদন্ত করতে গিয়ে বেড়িয়ে আসে তথ্য গোপন করে জালিয়াতি আর মিথ্যার আশ্রয় নিয়েই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেই তারা মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করে সুবিধা ভোগ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার জিজ্ঞাসাবাদে বলেন, মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের জন্য তালিকায় নামও দিয়েছি প্রশিক্ষণ নেয়ার জন্য ভারতের বালাটে গিয়েছি কিন্তু এর মধ্যে সুনামগঞ্জ মুক্ত হয়ে যাওয়ায় আর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা হয়নি বলে স্বীকার করেন ভুয়া ২ মুক্তিযোদ্ধারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা এর সঠিক তদন্ত করছি এবং তার সুষ্ঠু প্রতিবেদন দাখিল করব।