মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটের সারী নদী ও চেঙ্গের খালের মুখ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার নয়াখেল মৌজার সারী নদী ও চেঙ্গের খালের মুখ থেকে দীর্ঘদিন যাবৎ একটি মহল অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এরই ধারাবাহিকতায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নজরুল ও আওয়ামীলীগ নেতা ফখরুলের নেতৃত্বে প্রতিদিন সকালে প্রায় দুই শতাধিক শ্রমিক এখান থেকে বালু উত্তোলন করে আসছে। এতে করে দিনে দিনে ভাঙ্গনের কবলে পতিত হচ্ছে নদীর তীরবর্তী ফসলি জমি। অপরদিকে হুমকির মুখে ধাবিত হচ্ছে সিলেট তামাবিল মহাসড়কের সারী নদীর উপড় নির্মিত গুরুত্বপূর্ণ এ সংযোগ ব্রীজটি। যেকোন সময় ধসে যেতে পারে এই ব্রীজ। তারপরও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতি দিনই এখান থেকে শ্রমিকরা বালু উত্তোলন করে আসছে। আর এখান থেকে বালু উত্তোলন বাবদ স্থানীয় সাংসদের নাম ভাঙ্গিয়ে নজরুল ও ফখরুল প্রত্যেক শ্রমিকের কাছ থেকে দুই শত টাকা হারে আদায় করছে বলে অভিযোগ সূত্রে জানা যায়। এ ব্যাপারে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা লাফনাউট মনসুর আলম জানান একাধিকবার নিষেধ করার পরও একটি মহল এখান থেকে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে। নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন করায় মহলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান গোয়াইনঘাটে ১১৭ গোয়াইন নদীর চেঙ্গের খাল নামক একটা মাত্র স্বীকৃত বালু মহাল আছে। যা বর্তমানে ইজারধীন রয়েছে। এর বাইরে উপজেলার অন্য যে কোন স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। সারী নদীর চেঙ্গের খালের মুখ থেকে বালু উত্তোলন করায় ইতিপূর্বে এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করা হবে।