কাউন্সিলরদের কর্মবিরতি ॥ ২ ঘণ্টা অচল নগরভবন

41

SCC PIC-25.11.14-1সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে কাউন্সিলরদের উদ্যোগে পক্ষাকাল ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়। সিটি কাউন্সিলর ও কর্মকর্তাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচি চলকালে কাউন্সিলরা নগর ভবনের প্রধান ফটকে অবস্থান করেন। পরে তারা নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা কামনা করলে তারাও সবধরণের কার্যক্রম থেকে বিরত থাকেন। ফলে নগর ভবনের সব কার্যক্রম বন্ধ থাকায় অচল হয়ে পড়ে। কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস.কিবরিয়া হত্যাকান্ডের জড়িত থাকতে পারেন এমন কল্পনাও কেউ করে নি। সিলেট সিটি কর্পোরেশনের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রমে যাদের গাত্রদাহ সৃষ্টি হয়েছে, যারা সিলেট নগরীকে ভূতুড়ে দেখতে চায়, সমস্যা ও সংকট সৃষ্টি করে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে চায়, সেই বিদ্বেষী মহলই পরশ্রীকাতার হয়ে নোংরা খেলা খেলতে গিয়ে মেয়র আরিফকে হয়রানি করছে। প্রকৃতপক্ষে তারাই শ্রদ্ধেয় কিবরিয়ার আসল খুনী ও দোষীদের আড়াল করার অপচেষ্টায় লিপ্ত। জাতীয় ও আন্তর্জাতিকভাবে খ্যাতিমান অর্থনীতিবিদ সিলেটের গর্বিত সন্তান সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এস.এম. কিবরিয়া হত্যাকান্ডের সুষ্ঠু বিচার এখন সময়ের দাবী।
কর্মবিরতি চলাকালে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজিক মিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সংরক্ষিত ৪ আসনের কাউন্সিলর আমেনা বেগম রুমি, সংরক্ষিত ৫ আসনের কাউন্সিলর দিবা রানী দে, সংরক্ষিত ৮ আসনের কাউন্সিলর সালেহা কবীর শেপী, সংরক্ষিত ৯ আসনের কাউন্সিলর এডভোকেট রোকসানা বেগম শাহনাজ প্রমুখ। বিজ্ঞপ্তি