সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১০ হাজার প্যাকেট ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি ইঞ্জিন নৌকা জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়াইন গ্রাম সংলগ্ন মাটিয়াইন হাওর এলাকা থেকে উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম ভূঁইয়ার নেতৃত্বে এসব মাদক জব্দ করা হয়। তবে এ ঘটনায় মাদক ব্যবসায়ীদের আটক করতে পারেনি পুলিশ। এদিকে মাদক ব্যবসায়ীদের মামলা থেকে রক্ষা করতে একটি প্রভাবশালী মহল মরিয়া হয়ে উঠেছে বলে স্থানীয় সূত্র জানায়। এলাকাবাসী জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীরা স্থানীয় এক সন্ত্রাসীর ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ও শ্রীপুর বাজারে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, নাসির উদ্দিন বিড়িসহ ভারতীয় বিভিন্ন পণ্য মজুদ রেখে অবাধে রমরমা ব্যবসা চালিয়ে আসছে। ওই চক্রটি একাধিকবার মাদকের চালান নিয়ে পুলিশ বিজিবি ও ভ্রাম্যমান আদালতের হাতে ধরা পড়লেও কারাভোগের পর জামিনে ছাড়া পেয়ে বর্তমানে অনেকটা নির্বিঘেœ চালিয়ে যাচেছ এ অবৈধ ব্যবসা। ইতিপূর্বে দশগাঁও নয়াবন্দ দারুল উলুম মাদ্রাসার শিক্ষককে লাঞ্ছিত, শ্রীপুর গ্রামের মহিবুর রহমান (১২) নামের এক শিশুকে জোরপূর্বক মাদক সেবন করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে এই চক্রটি এলাকায় জানান দেয় তাদের দৌরাত্ম্যের। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান খঁন জানান, তিনি যোগদানের পর থেকেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, শীঘ্রই শ্রীপুর বাজারসহ বিভিন্ন মাদক স্পটে সাঁড়াশি অভিযান চলবে।