কাজিরবাজার ডেস্ক :
পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণের তদন্তকারী ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) প্রতিনিধি দলের সদস্যরা ওই ঘটনায় জড়িত সন্দেহে সব জঙ্গিদের তালিকা নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে আলোচনা করেছেন। এ সময়, এনআইএ সদস্যরা র্যাবের কাছে ১১ জঙ্গি সদস্যের তালিকা দিয়েছেন আর র্যাব সদস্যরা এনআইএ’কে দিয়েছেন ৪১ জন জঙ্গি-সন্ত্রাসীর তালিকা। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীতে র্যাব সদর দফতরে এক বৈঠক শেষে দু’ পক্ষের মধ্যে এ তালিকা আদান-প্রদান হয়।
র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, বৈঠকে এনআইএ এবং বাংলাদেশের দেওয়া জঙ্গিদের তালিকা নিয়ে আলোচনা হয়েছে। এসময়, এনআইএ সদস্যরা র্যাবের কাছে ১১ জঙ্গি সদস্যের তালিকা দিয়েছেন। সেই সঙ্গে আমাদের (র্যাব) পক্ষ থেকে দেওয়া হয়েছে ৪১ জঙ্গি-সন্ত্রাসীর তালিকা। এছাড়াও, বৈঠকে তালিকাভুক্ত সন্দেহভাজন জঙ্গিদের অবস্থান নিশ্চিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও তারা একসঙ্গে কাজ করার কথা বলেছে। পাশাপাশি বৈঠকে জঙ্গিবাদের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক সফলতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মেজর মাকসুদুল আলম। গতকাল সন্ধ্যা ৬টায় শুরু হয়ে প্রায় সোয়া ১ ঘণ্টা চলে এই বৈঠক। বৈঠকে র্যাবের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও র্যাবের গোয়েন্দা বিভাগের প্রধানসহ উচ্চ পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ। এনআইএর মহাপরিচালক শারদ কুমারের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট দলটি র্যাবের সঙ্গে বৈঠক করেন।