মেয়র আরিফুল হক চৌধুরী : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরবাসিকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
গনমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সিসিক মেয়র বলেন, এবারও ভিন্ন পরিস্থিতিতে আমাদের পালন করতে হচ্ছে পবিত্র ঈদুল আযহা। করোনা মহামারির কারণে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক হয়ে উঠতে না উঠতেই, ভয়াল বন্যার কবলে পড়ি আমরা। বন্যার পানি কিছুটা নেমে গেলেও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দীর্ঘ সময়ের সঙ্গে এখন লড়ছে মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে যে সকল পরিবার স্বজনহারা হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। বন্যায় বিপন্ন ও অসহায় মানুষকে সাধ্যমতো সহায়তা করেছি আমরা। এই ঈদে সবাই সহায়তার হাত আরও প্রসারিত করতে আহবান জানান তিনি।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, যাঁরা পশু কোরবানি দেবেন, প্রতিবারের মতো আমার বিশেষ অনুরোধ, নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন। রাস্তাঘাটে যাতে কোরবানির বর্জ্য পড়ে না থাকে, সেদিকে তীক্ষ্ম নজর রাখুন। একইসঙ্গে ঈদের জামাত ও কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের কোরবানি মহান রাব্বুল আলামিন কবুল করবেন, ইনশাআল্লাহ।
ঈদ শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, সাম্প্রতিক বিশ্ব পরিস্থিতি নাজুক। এ বিবেচনায় সতর্কতামূলক অনেক ব্যবস্থা নিতে হচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ ব্যবস্থায় বিরাট ঘাটতি লক্ষ্যণীয়। ত্যাগের কোরবানির মধ্য দিয়ে যেন আমরা জনজীবনের দিকে দায়িত্বশীল দৃষ্টি রাখি। এর মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনেও সক্ষম হই। মুসলিম উম্মার ধর্মীয় বৃহত্তম অনুষ্ঠান ঈদুল আযহা পালন করার মধ্য দিয়ে মানবজাতির সকল সংকটের অবসান চাই মহান আল্লাহর কাছে।
করোনা থেকে চির মুক্তি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আল্লাহর কাছে শক্তি ভিক্ষা চাই সবাই। বিশ্বজুড়ে শংকার পরিবেশ কাটিয়ে শান্তি ও স্বস্তিতে বসবাসে তৌফিক দান করবেন মহান আল্লাহ্-বিশ্বাস রাখি। সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা এবং পশু কোরবানির মধ্য দিয়ে আমরা যেন মনের পশুত্বের কোরবানি দেই সেই দোয়া কামনা করি। ঈদ মোবারক।
মহানগর আওয়ামী লীগ : মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে সিলেট নগরবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শুভেচ্ছা বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
নেতৃবৃন্দ শুভেচ্ছা বার্তায় বলেন, মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আযহা উদযাপন করবেন। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদুল আযহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করবেন। পবিত্র এ হজ্বের মৌসুমে পশু কোরবানির মাধ্যমে মানুষের মনের কু-প্রবৃত্তিকে কোরবান করা হয়। ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির বৈশিষ্ট্যে মণ্ডিত। এর সাথে জড়িত রয়েছে হযরত ইব্রাহিম (আ.) ও ইসমাঈল (আ.) এর মহান ত্যাগের নিদর্শন। এই ত্যাগের মূলে ছিল আল্লাহর প্রতি ভালবাসা এবং তার সন্তুষ্টি অর্জন। আমরা ইসলামের নির্দেশিত পথে কোরবানি করে সেই ত্যাগের আদর্শ যেন অনুসরণ করি। আমাদের জীবনে এই আদর্শের প্রতিফলন ঘটানোই হবে সার্থকভাবে ঈদ উদযাপন।
নেতৃবৃন্দ আরও বলেন, আকস্মিক বন্যায় সিলেট অঞ্চল প্লাবিত হওয়ার কারণে আমরা এক সংকটময় সময় পার করছি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যার্ত মানুষদের জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ সহ সহযোগিতা অব্যাহত রেখেছেন। মহান আল্লাহতালার রহমতে বন্যার্ত মানুষ ঈদুল আজহা উদযাপন করবে এই প্রত্যাশা করি। আসুন, আমরা সবাই পবিত্র ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ ও দেশ গড়ে তুলি। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনুক এই কামনা করেন। নেতৃবৃন্দ, স্ব্যস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল আযহা পালনের আহবানও জানান।
সিলেট জেলা বিএনপি : পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শুক্রবার তারা এক শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও তিতিক্ষার শিক্ষা দেয়। আত্মতৃপ্তির জন্য ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ সর্ব ক্ষেত্রে ত্যাগের মানষিকতা থাকতে হবে। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে।
জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, সিলেটবাসীর মনে আজ ঈদের আনন্দ নেই। বানের পানিতে ঈদের আনন্দ ভেসে গেছে। আসুন আজকের এই দিনে আমরা যার যার অবস্থান থেকে বানবাসি মানুষদের পাশে দাঁড়াই, তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।
এডভোকেট জুবায়ের : সিলেটবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এবং সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শতাব্দীর ভয়াবহ ও দীর্ঘমেয়াদী বন্যা পরিস্থিতি কাটিয়ে এই কঠিন সময়ে ধৈয্যের সাথে ঈদ উদযাপনের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্র্তায় সিলেট মহানগর জামায়াতের সাবেক আমীর এডভোকেট জুবায়ের বলেন, পবিত্র ঈদুল আযহার ইতিহাস ও শিক্ষা মুসলিম উম্মাহকে ত্যাগের সুমহান শিক্ষা দিয়ে যায়। বৃহত্তর সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যায় চতুর্দিকে ধ্বংসস্তুপ। অনেক মানুষ বন্যায় তাদের ঘর-বাড়ী আসবাবপত্রের সাথে স্বজনও হারিয়েছে। বন্যার এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠা অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে সিলেটের অনেক পরিবারের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পরিবারে ঈদ আনন্দ নেই বললেই চলে। সামর্থ্যবানদের উচিত ঈদ আনন্দে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের কল্যানে সহযোগিতার হাত প্রসারিত করা। যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে। ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যায়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় আর্তমানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। ঈদুল আযহা থেকে শিক্ষা নিয়ে ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তি নিহিত রয়েছে। বন্যা নামক এই মুসিবত থেকে রক্ষা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার জন্য আল্লাহর কাছে কায়মনোবাক্যে ফরিয়াদ করার বিনীত অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সিলেটবাসী সহ মুসলিম উম্মাহকে সব ধরনের মুসিবত থেকে রক্ষা করুন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
মহানগর জামায়াত : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। একই সাথে স্মরণকালের ভয়াবহ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্যও নগরবাসীর প্রতি আহ্বান জানান তারা।
এক শুভেচ্ছা বার্র্তায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগই হচ্ছে পবিত্র ঈদুল আযহার মহাত্ম্য। ঈদুল আযহা আমাদেরকে সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানীর অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সমাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
সাম্প্রতিক ভয়াবহন বন্যায় বিপর্যস্ত সিলেট। চতুর্দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারি। অনেকের ঘরবাড়ী, প্রয়োজনীয় আসবাবপত্র বন্যার পানিতে ভেসে গেছে। এমন কঠিন পরিস্থিতিতে ঈদুল আযহা উদযাপন করা দরিদ্র জনগোষ্টীর জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই কঠিন সময়ে অনেক পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে বিরাজ করছে বুকভরা বেদনা। দেশের বিদ্যমান পরিস্থিতিতে অত্যন্ত ভারাক্রান্ত ও বেদনাহত হৃদয় নিয়ে সিলেটবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান তারা।
নেতৃবৃন্দ বলেন, এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সবাইকে ঈদ আনন্দে শামিল করার মহৎ কাজে এগিয়ে আসুন। বন্যা সহ সকল মুসিবত থেকে মুক্তির জন্য ঈদুল আযহার দিনে আল্লাহর কাছে প্রার্থনা করুন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক। বিজ্ঞপ্তি