শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন বর্তমান সরকারের আমলে হয়েছে – আশফাক আহমদ

61

Ashfak Chairman Photo 8.11.14সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, দেশের ইতিহাসে গত ৫ বছরে শিক্ষা ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বিগত দিনে কোন সরকার সে সফলতা আনতে পারেনি। এ সরকারের আমলেই সিলেট সদর উপজেলার ১০৪টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ১১টি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে। সিলেট সদর উপজেলাই দেশের একমাত্র উপজেলা যেখানে আইটি ভবন নির্মিত হয়েছে। এজন্য এ উপজেলাবাসী অত্যন্ত ভাগ্যবান। আর সেটা সম্ভব হয়েছে এ আসনের জনপ্রতিনিধি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপির কারণেই। পিএমটি ভিত্তিক উপ-বৃত্তি ও বেতন সহায়তা প্রকল্পের মাধ্যমে একান্ত দরিদ্র শিক্ষার্থীরা শিক্ষা অর্জনে এগিয়ে আসবে। এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক সহ সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল শনিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সেকেন্ডারী এডুকেশন কোয়ালীটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) এর আওয়তায়  পিএমটি ভিত্তিক উপ-বৃত্তি ও বেতন সহায়তা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রকৌশলী দেব দাস রায় এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, উপজেলা প্রকৌশলী এ.এস.এম রাশেদুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলাল, টুলটিকর ইউপি চেয়ারম্যান মছব্বির আলী, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান শহিদ আহমদ, হাটখোলা ইউপি চেয়ারম্যান জমির আলী, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মহাদ্দিস আহমদ, নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ ইসরাঈল আহমদ, টুকেরবাজার রশিদিয়া দাখিল মাদরাসার সুপার ময়নুল ইসলাম, মোগলগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাদশাহ জাহাঙ্গীর, জালালাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিত আলম শফিক, দুর্গাকুমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেগুপ্তা কানিজ সহ জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি