ভিডিপি সদস্যদের বন্যা জনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

49

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সিলেট মহানগরীর আখালিয়াস্থল জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে একশত জন ভিডিপি পুরুষ সদস্যদের দু’সপ্তাহ মেয়াদী বন্যা জনিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সে সনদপত্র বিতরণী অনুষ্ঠান গতকাল ২৯ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্সের অধিনায়ক ছিলেন সিলেট জেলা কমান্ড্যান্ট ও ক্যাম্প অধিনায়ক মোঃ ফখরুল আলম। প্রশিক্ষণ কোর্স ও কোয়াটার মাষ্টার হিসাবে দায়িত্ব পালন করেন সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া, প্রশিক্ষণ কর্মকর্তা দায়িত্ব পালন করেন প্রশিক্ষক রূপক তালুকদার, ২নং আনসার ব্যাটালিয়নের সদস্য শামসুল হক। এছাড়াও বিভাগী ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগণ প্রশিক্ষণ প্রদান করেন। বিজ্ঞপ্তি