মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা ॥ মাওলানা আকবর আলী (র:) ছিলেন ইসলামী শিক্ষার মহান সংস্কারক

49

দেশের প্রখ্যাত আলেম, দরগাহে হযরত শাহজালাল (রহ:) জামে মসজিদের ইমাম ও জামিয়া কাসিমুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হযরত মাওলানা হাফিজ আকবর আলী (র:) ছিলেন একজন সত্যিকারের আল্লাহ ওয়ালা বুযুর্গ। ইসলামী শিক্ষা বিস্তারে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে। সমাজ সংস্কারে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। ইসলামী শিক্ষার মহান সংস্কারক ছিলেন।
গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর বন্দরবাজারে মাদানী কাফেলা আয়োজিত মরহুম মাওলানা আকবর আলীর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তাগণ উপরোক্ত কথাগুলো বলেন। মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া তাহফিজুল কোরআন শামীমাবাদের প্রিন্সিপাল ও সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান মাওলানা মোহাম্মদ আলী, মুফতী মাওলানা এবাদুর রহমান, মাওলানা নজমুল হাসান, হাফিজ শাহিদ হাতিমী, হাফিজ ফুযায়েল আহমদ, মাওলানা আব্দুল করিম দিলদার, হাফিজ জাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি