জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদদের জন্য ইবনে সিনা হাসপাতাল সিলেট এর দোয়া মাহফিল

3

 

২৫ ফেব্রæয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বাদ যোহর হাসপাতলের ৬ষ্ঠ তলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে ২০০৯ সালে পিলখানা বিদ্রোহে শহীদ ৫৭ জন সেনা সদস্য ও অন্যান্যসহ মোট ৭৫ জন শহীদ এবং ২০২৪ এর জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত চেয়ে মহান রব আল্লাহ তায়া’লার কাছে দোয়া প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। দোয়া পূর্ব আলোচনায় তিনি বিগত ১৫ বছরে আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদী নীল-নকশায় যে সকল শহীদ আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ করেন। বর্তমান অন্তর্বর্তী সরকার আজকের এ দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসাবে ঘোষণা করায় এবং বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে শহীদদের থমকে থাকা বিচার কার্যক্রম দ্রæত নিশ্চিত করার যে অভিপ্রায় ব্যক্ত করেছেন এ জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। উক্ত দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডাঃ মোদাব্বির হোসেইন, ডি.এম.এস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী, ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ আলী হায়দার মোঃ তানভীর, এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ তোফাজ্জল হোসাইন, একাউন্টস ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইনচার্জ আল আমিন, মেইনটেনেন্স বিভাগের ইনচার্জ ইঞ্জিনিয়ার ফয়জুল ইসলাম, রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের ইনচার্জ মোঃ দিলশাদ মিয়া, ফার্মেসী ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মোঃ আজহার উদ্দিন খান, এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইমলাম মুমিন, স্টোর ইনচার্জ কমর উদ্দিন, হাউজকিপিং ইনচার্জ আনোয়ার হোসেন রাসেল, আইটি ইনচার্জ আবিদ সালমান প্রমুখ। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।