১শ’ টাকা দিয়েই পুলিশে চাকরি হবে – সুনামগঞ্জের পুলিশ সুপার

68
প্রেস কনফারেন্সে বক্তব্য রাখছেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ।

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জ জেলায় পুলি কনস্টেবল নিয়োগ উপলক্ষে প্রেস কনফারেন্সে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেছেন, ‘কোন ব্যক্তি, সংগঠন ও সম্পর্ক বিবেচনায় পুলিশ কনস্টেবল পদে চাকরি হবে না। স্বচ্ছতার ভিত্তিতে বাছাই ও নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে।’ দালালদের দৌরাত্ম্য থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন, ২৯ জুন সরকার নির্ধারিত ১শ টাকার ব্যাংক ড্রাফট এর মাধ্যমেই সুনামগঞ্জে ২৫৫ জন ছেলে-মেয়েদের যোগ্যতার উপর ভিত্তি করে পুলিশ কনস্টেবল নিয়োগ হবে। নিয়োগের ক্ষেত্রে ঘুষ লেনদেন সহ্য করা হবে না। কেউ নিয়োগ দেয়ার কথা বলে টাকা নিলে পুলিশকে জানান আমরা সাথে সাথে ব্যবস্থা নিবো। শনিবার দুপুর ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।
প্রেসকনফারেন্সে উপস্থিত ছিলেন, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন্নবী, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।