কাজিরবাজার ডেস্ক :
বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে দেশে দেশে মানুষ যখন ঘরবন্দি ঠিক তখনো প্রতিবেশি ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে কট্টরপন্থি দেশ সৌদি আরব। তাদের নেতৃত্বাধীন আরব জোট গত সপ্তাহে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর ২০০ বারের বেশি বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর এসেছে।
করোনার কারণে বিপর্যস্ত বিশ্বে সৌদি আরব যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তবে বৃহস্পতিবার ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি তার দেশে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলমানারকে জেনারেল ইয়াহিয়া বলেন, গত ৯ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর সৌদি জোট ইয়েমেনের বেশ কয়েকটি শহরে ৩২ স্থল ও ২৩০টি বিমান হামলা চালিয়েছে। দফায় দফায় উত্তরাঞ্চলীয় আল-যাওফ, মধ্যাঞ্চলীয় মারিব ও বাইদা প্রদেশ এবং দক্ষিণাঞ্চলীয় তায়িজপ্রদেশে এসব হামলা চালানো হয়।
যুদ্ধবিরতি ঘোষণার পরও সৌদি আরবের এসব হামলার জবাব ইয়েমেন দেবে জানিয়ে তিনি বলেন, দেশকে রক্ষায় এব্যাপারে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে ইয়েমেনের সামরিক বাহিনী।
উল্লেখ্য, ২০১৪ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ গোটা দেশ দখল করলে দেশটিতে সংঘাত শুরু হয়। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের দমনে অভিযান শুরু করলে সহিংসতার পরিমাণ বেড়ে যায়। সংঘাত থেকে যুদ্ধে রূপ নেওয়া ভয়াবহ পরিস্থিতির মধ্যে হাজার হাজার বেসমারিক ইয়েমেনি মারা যাচ্ছে। এছাড়া মানবিক বিপর্যয়ের শিকার লাখ লাখ ইয়েমেনি অনাহারে দিন কাটাচ্ছেন।