সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা-২০২৫ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা এর যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত বাজেট সাধারণ সভার প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সহ-সমাজ বিষয়ক সম্পাদক সৈয়দ রাব্বী হাসান তারেক এডভোকেট এবং পবিত্র গীতা পাঠ করেন সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য এডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরী। সভায় সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের বার্ষিক বাজেট সাধারণ সভার শুরুতে সমিতির ২০২৫ সনের ৭, ৬৭, ২৯, ৮৩৬/- টাকার বাজেট উপস্থাপন করেন।
উক্ত বাজেট সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি-১ এডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), সহ সভাপতি-২ এডভোকেট মোহাম্মদ মখলিছুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক, লাইব্রেরী সম্পাদক এডভোকেট হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ ছয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল ও এডভোকেট মোঃ কাওছার জুবায়ের, সহ-সম্পাদক এডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, এডভোকেট সাহেদ আহমদ ও এডভোকেট কাওছার আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য সর্ব এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন, এডভোকেট এ.এস.এম. আব্দুল গফুর, এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট মোঃ জামিলুল হক জামিল, এডভোকেট আব্দুল মালিক, এডভোকেট কল্যাণ চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন (আশুক), এডভোকেট জুবের আহমদ খান, এডভোকেট আবু মোঃ আসাদ, এডভোকেট মোঃ আলীম উদ্দিন, এডভোকেট মোঃ ছয়ফুল হোসেন এবং সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিজ্ঞ সিনিয়র এডভোকেটসহ আটশতাধিক বিজ্ঞ আইনজীবী সভায় উপস্থিত ছিলেন।
উপস্থাপিত বাজেট সমিতির বিজ্ঞ সদস্য যথাক্রমে সর্ব সাবেক সভাপতি দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী এডভোকেট, সাবেক সভাপতি এ.কে.এম. শমিউল আলম এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ এডভোকেট, সাবেক সহ-সভাপতি মোঃ কামাল হোসেন এডভোকেট, মোঃ রাজ উদ্দিন এডভোকেট, কয়ছর আহমদ এডভোকেট, জসিম উদ্দিন আহমদ এডভোকেট, মোঃ হাবিবুর রহমান হাবিব এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকমল খান এডভোকেট, মোঃ শফিকুল ইসলাম এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুস ছাত্তার এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক জোহরা জেসমিন এডভোকেট, মোহাম্মদ কামরুল হাসান এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক মুমিনুর রহমান টিটু এডভোকেট, মোঃ ছমির উদ্দিন এডভোকেট, দেলোয়ার হোসেন শামীম এডভোকেট, সৈয়দ কাওছার আহমদ এডভোকেট প্রমুখ।
সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) বাজেটের উপর সমাপনী বক্তব্য প্রদানকালে সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক সর্বমোট ৭, ৬৭, ২৯, ৮৩৬/- (সাত কোটি সাতষট্টি লক্ষ উনত্রিশ হাজার আটশত ছয়ত্রিশ) টাকা আয়, ৭, ৬৬, ৯৩, ৩০৬/- (সাত কোটি ছেষট্টি লক্ষ তিরান্নব্বই হাজার তিনশত ছয়) টাকা ব্যয় সম্বলিত কতিপয় সংশোধনীসহ বাজেট অনুমোদনের জন্যে প্রস্তাব করলে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।