শাকিব খান
খেজুর রসে নতুন চালে
তৈরি স্বাদের পিঠা,
পুলি-ভাপা মজার পিঠা
খেতে ভীষণ মিঠা।
অনেক মজার পিঠাপুলি
গ্রাম বাংলার ভাই,
হারেক রকম পিঠা গরম
খাবে যা যা তাই।
স্বাদের পিঠা রসে ভরা
গ্রাম বাংলার ঘরে,
নবান্ন মেলা চলবে শীতে
দেখা পাবে পরে।
আমন চালের চিতই পিঠা
দুধে রসে ভেজা,
এসব পিঠা খেতে আমার
লাগে অনেক মজা।