আম্পায়ারের সমালোচনা করায় তামিমের জরিমানা

7

স্পোর্টস ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে কট বিহাইন্ড হলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালকে আউট ঘোষণা করলে আম্পায়ারের সমালোচনা করেন তিনি। আর তাতেই জরিমানা গুনতে হলো টাইগার অধিনায়ককে। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।
লঙ্কান পেসার দুশমান্থ চামিরার বল ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হন তামিম। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত আউট দেন তামিমকে। রিভিউ নেন তামিম। তারপর আলট্রা এজে দেখা যায় ব্যাট মাটিতে লেগেছিল তখন হাল্কা এজ তৈরি হয়। তারপরও সিদ্ধান্ত পাল্টায়নি মাঠের আম্পায়ার। ১৭ রানে ফেরেন তামিম।
কিন্তু রাগ আটকে রাখতে পারেন নি তামিম। শারীরিক ভাষায় নিজের অস্বস্তি জানিয়ে ফেরেন সাজঘরে। এটা চোখে পড়েছে ম্যাচ রেফারির। ফলে ম্যাচ ফ্রি-র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি গত দুবছরে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন টাইগার ক্যাপ্টেন।
ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমি ১০০% নিশ্চিত ছিলাম আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিত তাহলে ভিন্ন ঘটনা হতে পারতো। এটা খুবই হতাশার।’