চুনারুঘাটে কিশোর-কিশোরীর আত্মহত্যা

2

চুনারুঘাট সংবাদদাতা

চুনারুঘাট উপজেলায় পৃথক ঘটনায় গলায় ফাঁস দিয়ে কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার উপজেলায় পৃথকভাবে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের জোয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে সামিনা খাতুন (২০) ও ১০নং মিরাশি ইউনিয়নের মহদিরকোণা গ্রামের ময়না মিয়ার ছেলে অনিক মিয়া (১৮)।
জানা যায়, সামিনা খাতুন (২০) তার ১৩ মাসের শিশু সন্তানকে পাশে রেখেই বসত ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। কিন্তু কি কারনে আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। অনেকের মতে, অভিমান করেই আত্মহত্যা করেছেন। অপর দিকে মিরাশি ইউনিয়নের মহদিরকোনা গ্রামের অনিক মিয়া (১৮) একজন মানুষিক রোগী। তারও মৃত্যুর কারণ বা সুনিশ্চিত কোন তথ্য পাওয়া যায় নি। এ বিষয় চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ নুর আলম বলেনন, ময়না তদন্ত করার জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। অপর ব্যক্তি মানুষিক রোগী বলে জানা গেছে। তবে পুলিশের টিম বিষয়গুলো নিয়ে তদন্ত করছে।