স্টাফ রিপোর্টার
নগরী থেকে ওয়ারেন্টভ‚ক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে ক্বীন ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- আলী মোশারফ খান (৪৬)। তিনি দক্ষিণ সুরমা থানার লাউয়াই মোহাম্মদপুর গ্রামের মৃত হাজী মো. মিয়া খানের ছেলে। বর্তমানে তিনি শাহপরান থানার শিবগঞ্জ ঝেরঝেরিপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার ওয়ারেন্ট অফিসার এএসআই ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে কোতোয়ালী থানা পুলিশের একটি দল ক্বীন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ভ‚মি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের দক্ষিণ সুরমা সি.আর ২০৬/২০২৪ইং নং মামলার ওয়ারেন্টভ‚ক্ত আসামী আলী মোশারফ খানকে গ্রেফতার করে।
কোতোয়ালী মডেল থানার ওয়ারেন্ট অফিসার এএসআই ইখতিয়ার উদ্দিন ভ‚ঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। আজ গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।