পরিবহন শ্রমিক-মালিকদের বিআরটিএ অফিস ঘেরাও ২৩ ফেব্রæয়ারি

3

 

রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ৩ দফার দাবি বাস্তবায়নের দাবিতে বিআরটিএ অফিস ঘেরাও কর্মসূচি আগামী রোববার (২৩ ফেব্রæয়ারি) সকাল ১২টায় পালনের জন্য সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১৬ ফেব্রæয়ারি) এক জরুরি সভায় পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে এই নতুন তারিখ নির্ধারণ করা হয়। সভায় জানানো হয়, গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসক, পুলিশ কমিশনার এবং ২ ফেব্রæয়ারি বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো কার্যকর সাড়া না পেয়ে ৫ ফেব্রæয়ারি চন্ডিপুল এলাকায় এক বিশাল মালিক-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ থেকে ১৫ ফেব্রæয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আগামী ২৩ ফেব্রæয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন মালিক-শ্রমিকদের নিজ নিজ অবস্থান থেকে মিছিল সহকারে বিআরটিএ অফিসে অবস্থান নেওয়ার আহŸান জানানো হয়েছে।
এছাড়াও, ঘেরাও কর্মসূচি সফল করতে সিলেটের সকল উপজেলার আঞ্চলিক উপ-পরিষদ ৯০৭ ও ২০৯৭-এর অন্তর্গত নেতৃবৃন্দকে ১৮ ফেব্রæয়ারি দুপুর ২টায় ভার্থখলাস্থ ৭০৭-এর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হওয়ার আহŸান জানানো হয়েছে।
রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয় সম্পাদক ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ৭০৭ এর সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ।
বক্তব্য রাখেন, কার্যকরি কমিটির সভাপতি সুন্দর আলী খান, ২০৯৭ সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল আলীম ভাসানী, ৭০৭ এর সাধারণ সম্পাদক আজাদ মিয়া, ২০৯৭ কার্যকরি কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, ৭০৭ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল আহমদ, সিলেট জেলা ৭০৭ এর সদস্য এম. বরকত আলী, রাজা আহমেদ রাজা, সদস্য রফিক মিয়া, আলতাব চৌধুরী, লিটন আহমেদ সুজন মিয়া, এবাদুল আহমদ, সেবুল আহমেদ, আব্দুল জলিল প্রমুখ। বিজ্ঞপ্তি