জিল্লুর রহমান পাটোয়ারী
ফাগুনের আমের বনে ঐ শুনি,
ভোমরের গান গুণগুনানি –
মুখরিত বন পাখিদের গান,
ফাগুন দিয়েছে আনি।
মুগ্ধ মনে ঘোরে আর ফিরে,
ভোমরা ভোমরের খেলা –
আনন্দে আনন্দে নাচানাচি করে ,
কেটে দেয় সারাবেলা।
মুখরিত বন পাখিদের গান,
সুরের লহরী খেলে –
উড়ে যায় দূরে আসে ঘুরে ঘুরে,
আনন্দে মন দোলে।
ভ্রমরের খেলা কেটে যায় বেলা,
ফাগুন দিনের গানে –
উড়ুউড়ু মন ভোমরের গান,
হৃদয়ে সুর আনে।