জগন্নাথপুরে কালো মাটির ব্যাপক কদর

43

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে “জ্বালানী” হিসেবে ব্যবহার হওয়ায় কালো মাটির ব্যাপক কদর বেড়েছে। বর্তমানে উপজেলার নলুয়ার হাওর থেকে এসব কালো মাটি সংগ্রহ করতে রীতিমত প্রতিযোগিতা চলছে। শনিবার সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রাম এলাকায় নলুয়ার হাওর থেকে ছোট-বড় গর্ত করে কাদা কালো মাটি কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয় জনতা। এসব মাটি মাঠে শুকিয়ে তৈরী করা হচ্ছে জ্বালানী লাকড়ি। এ সময় স্থানীয়রা বলেন, নলুয়ার হাওরের একাংশে কালো মাটি রয়েছে। যুগযুগ ধরে হাওর থেকে কালো মাটি সংগ্রহ করে সারা বছরের লাকড়ির যোগান করে থাকেন হাওর পারের লোকজন। তারা ধারনা করে বলেন, নলুয়ার হাওরের নিচে জ্বালানী তেল বা গ্যাস জাতীয় খনিজ সম্পদ রয়েছে। যে কারণে মাটি কালো থাকে। মাটির সাথে তেল বা গ্যাসের সংমিশ্রন থাকায় এসব মাটি লাকড়ির মতো পুড়ে। অনেকে আবার দূর দূরান্ত থেকে এসব মাটি নলুয়ার হাওর থেকে সংগ্রহ করে নিয়ে যান। গর্ত করে কালো মাটি উঠানোর কারণে দিনদিন ফসলি জমি নষ্ট হচ্ছে। তাই এসব মাটি রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান সচেতন মহল।