কাজির বাজার ডেস্ক
নগরীর লাক্কাতুরা এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১৭ দিন পেরিয়ে গেলেও সন্ধান মিলেনি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ তাহসিন বক্সের। সন্তানকে না পেয়ে মা-বাবা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
নিখোঁজ হওয়া সৈয়দ তাহসিন বক্স (১৪), নগরীর খাসদবির বন্ধন বি-৫, ক্রিসেন্ট হাউসের ভাড়াটিয়া দেলওয়ার মাহমুদ জুয়েল বক্সের ছেলে। সে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি ছাতক পৌরসভার বাগবাড়ী এলাকায়। নিখোঁজের ঘটনায় সৈয়দ তাহসিন বক্সের পিতা দেলওয়ার মাহমুদ জুয়েল বক্স এসএমপি’র এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১২০৭) করেছেন। এছাড়াও তার সন্ধানের দাবিতে গত ৪ ফেব্রæয়ারি সিলেট শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেছে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জিডি সূত্রে জানা যায়, সৈয়দ তাহসিন বক্স গত ২৭ জানুয়ারি মঙ্গলবার সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়, লাক্কাতুরার সামনে থেকে নিখোঁজ হয়। তার গায়ের রং উজ্জ্বল ফর্সা, চুল কালো ও ছোট, উচ্চতা ৫ ফুট। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে এই ০১৭১১-৯১১৫১৮ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।