শৈত্যপ্রবাহ বিস্তৃত হওয়ার শঙ্কা

21

কাজির বাজার ডেস্ক

মাঘের হাড় কাঁপানো শীতে কাঁপছে চারটি জেলা। দেশে কয়েকদিন ধরেই চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সেইসঙ্গে বেড়েছে কুয়াশার দাপট আর হিমেল বাতাস। এমন পরিস্থিতিতে আবহাওয়াবিদরা বলছেন, শৈত্যপ্রবাহের পরিধি আরও বিস্তৃত হতে পারে। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় গত দুদিন ধরে সূর্যের দেখা মিলেছে। এতে কুয়াশা কিছুটা কেটে গেলেও বাড়ছে না তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর শনিবার বিকালে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। উপমহাদেশীয় উচ্চতাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে।
সংস্থাটি জানায়, আজ ২২ জানুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। চলতি মাসের শেষদিকে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে জানিয়ে শনিবার বিকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী বুধ ও বৃহস্পতিবার দেশের দক্ষিণাঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে ফের ঘন কুয়াশা বাড়তে পারে।