কাব্য কবির
সবার মনে খুশির জোয়ার কয়েকদিন পর ঈদ,
ব্যস্ত সবাই কেনাকাটায় নেই যে চোখে নিদ।
ধনী,গরিব সবারই ঠোঁটের কোনে হাসি
মনের মাঝে খুশির বৃষ্টি যেনো রাশি রাশি।
নতুন সাজে সাজবে সবাই বেশ আনন্দ দিলে,
হিংসা,বিভেদ বাদ দিয়েই যাবে সবাই মিলে।
কোরমা,পোলাউ ঘরে ঘরে বেশ তো লাগে খেতে,
ঈদের দিনে সবাই আমরা উলাসে যাই মেতে।
হাসি,খুশি নিয়ে সবার ঈদ যে আসে ঘরে,
ঈদ খুশিতে মনটা সবার দেখি নড়েচড়ে।