‘সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরেই নিবন্ধন” শ্লোগানকে সামনে রেখে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার নগর ভবনের সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কমিটির সভাপতি সংরক্ষিত কাউন্সিলর মাসুদা সুলতানা’র সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো: জাহিদুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিলেটে সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর এ.কে.এ লায়েক, কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান, কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, সংরক্ষিত কাউন্সিল রেবেকা আক্তার লাকি প্রমুখ। বিজ্ঞপ্তি