বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র সহ-সভাপতি ডা. শামীমুর রহমান বলেছেন, মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আস্তা রাখতে চাচ্ছে। এই আস্থা নষ্ট করার জন্য কেউ যদি কাজ করে, তাকে দলে রাখা সম্ভব হবে না। সমাজে ভালো খারাপ দুই ধরনের মানুষ আছে। যে খারাপ মানুষ তার সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। ৩১ দফা শুধু বিএনপির নয়, এটা সকল দলের দফা। ৩১ দফা জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
তিনি আরোও বলেন, বিগত ১৭ বছর দেখেছি সামগ্রিকভাবে দেশ পিছিয়ে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর পিছিয়েছে। একটা কথা বলতে চাই দেশের মানুষকে মুক্তি দিতে হলে, দুইটা বিষয় নিশ্চিত করতে হবে। একটা রাজনৈতিক অধিকার, আরেকটা সব শ্রেনির মানুষের অর্থনৈতিক অধিকার। এটা বাস্তবায়নে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাজ করছে। আর জনগণের সাথে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এজন্য সকলকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহবান করেন তিনি। দেশের ধ্বংসকৃত ক্রীড়্াঙ্গন ও স্বাস্থ্যখাতেন উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বুধবার (১২ ফেব্রæয়ারি) রাতে সিলেট ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ড নিয়ে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি দ্বৈত ব্যাডমিন্ট প্রতিয়োগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খুর্শেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন লস্কর, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাদিকুর রহমান সাদিক, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, রহিম মল্লিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মূর্শেদ আহমদ মুকুল, মনজুরুল হাসান মঞ্জু, নাদির খান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদকদ রফিকুল ইসলাম রফিক ও খসরুজ্জামান খসরু, দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুনিম, স্থানীয় সরকার সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, প্রশিক্ষণ সম্পাদক নাজিম উদ্দীন, তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল মুনিম, সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদী মাসুম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ লাকি, শ্রমিক বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, কৃষি সম্পাদক মফিজুর রহমান জুবেদ, পরিবার কল্যান সম্পাদক সম্পাদক হাবিব আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, মৎস্য সম্পাদক দুলাল আহমদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ সাংগঠনিক সম্পাদকদ সৈয়দ রহিম আলী রাসু, রেজাউর রহমান রুজন, জাহাঙ্গীর আলম জীবন, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহ সমাজ কল্যান সম্পাদক শামীম আহমদ লোকমান, সহ প্রকাশনা সম্পাদক খূর্শেদ আহমদ খুশু, সহ শিল্প বিষয়ক সম্পাদক জমজম বাদশা, সহ মৎস্য সম্পাদক শাহিন আহমদ, সদস্য কাজী মুহিবুর রহমান, আব্দুল মুমিন, ছালেক আহমদ, সুহেল আহমদ, জাহেদ আহমদ, ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল, জাকির হোসেন পারভেজ প্রমুখ। বিজ্ঞপ্তি