ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলায় দুটি ট্রাক ও একটি বাসের ত্রিমুখী ধাক্কায় ১জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের কাজে ব্যবহৃত একটি ট্রাক সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার ব্রাহ্মণগ্রাম এলাকায় দাঁড়ানো ছিল। ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। দুই ট্রাকের পেছনে থাকা গ্রিণলাইনের বাসটিও সামনের ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেলে বাসের সামনের পুরো অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহত বাবু মিয়া গ্রিণলাইন বাসের হেলপার ছিলেন। তিনি বরিশালের পটুয়াখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আহতরা হলেন বাসযাত্রী মো. আবু বাশার মণ্ডল, শাহীন, মিথুন, শরিফুল, নাহিদা, ইরাজ ও জয়বাহার, জুনেদ আজীজসহ ১০ জন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা গ্রিণলাইনের হেলপারসহ আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে আহত বাস হেলপার বাবু মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি মো. আমির উদ্দিন বলেন, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে।